• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ রাত ০৯:১২:১৮ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ রাত ০৯:১২:১৮ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সোনারগাঁও হচ্ছে সংস্কৃতির ধারক-বাহক: ডিসি জাহিদুল ইসলাম

১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:০১

সোনারগাঁও হচ্ছে সংস্কৃতির ধারক-বাহক: ডিসি জাহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই সোনারগাঁও হচ্ছে সংস্কৃতির ধারক ও বাহক। এই সোনারগাঁওয়ের ঐতিহ্য রয়েছে। আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো আছে, সেগুলোকে সব সময় আমরা প্রমোট করতে চাই। তবে, এই উৎসবগুলো করতে গিয়ে আমরা বার বার চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। কেমন চ্যালেঞ্জ? আমাদের বিশ্বের টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে এবং আমরা বিশ্বের সাথে এখন সম্পূর্ণ সংযুক্ত।

১৮ জানুয়ারি শনিবার বিকেলে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

আমরা যাই তৈরি করবো, তা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। কোয়ালিটি সম্পূর্ণ পণ্য তৈরি না করলে, আমাদের আসল যে উদ্দেশ্য তা কিন্তু অর্জন হবে না। আমাদের যত কারুশিল্প আছে, লোকজ শিল্প আছে তাদের আমি বলবো, আপনারা পণ্যের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করুন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন) মো. নাইমুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জাতীয় কবির নাতি বাবুল কাজী আর নেই
১৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২১:৪০