• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:১২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪১:১২ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্যসহ গ্রেফতার ১

২০ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০৬:১৩

নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্যসহ গ্রেফতার ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্যসহ কাঞ্চন পাল (২৭) নামে এক জনকে আটক করেছে র‌্যাব।

১৯ জানুয়ারি রোববার বিকেলে শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্যসহ তাকে আটক করেছে বলে জানায় র‍্যাব-১১। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি করে। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলানোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৮ লাখ টাকা।

নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ