• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০১:৪৮:৩১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ০১:৪৮:৩১ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীতপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

২০ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৭:১৪

শরীতপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ব্যানারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। 

১৯ জানুয়ারি রোববার দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর শরীয়তপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করেন স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এরপর নিয়মিত সেখানে তারা তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। রোববার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট শেষে ভাঙচুর করে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাত ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।  পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, আমরা প্রতিনিয়ত এ ক্লাবে সময় দিয়ে থাকি। গতকাল মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করছি।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা বলেন, কে বা কারা রাতের আধারে ক্লাবে যা ছিল সব লুট করে নিয়ে যায়। পাশাপাশি ব্যানার ও ফ্যাস্টুনে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

এ ঘটনায় সোমবার দুপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির একটি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করেছে ও পোস্টারে অগ্নিসংযোগ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইএলওর মানদণ্ডে উন্নীত হচ্ছে শ্রম আইন: ড. ইউনূস 
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩১:২১

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:১৯:৩১





হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২