ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বহুদলীয় গণতন্ত্রের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব অডিটোরিয়ামে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সারোয়ার জাহানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া (জাকা)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সদর উপজেলা বিএনপির আহ্বাহক মো. আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া (জাকা) বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আরও বলেন, দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া জাতির দিশারী।
সভাপতির বক্তব্যে সারোয়ার জাহান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী একদল সেনা সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে সপরিবারে হত্যার শিকার হন। এরপর ঘটনাবহুল ৭ নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি।
বিশেষ অতিথি আলহাজ রফিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
তিনি বলেন, ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available