কিশোরগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা।
২০ জানুয়ারি সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নজরুল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোন আপস করবে নাবলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি সদস্য রেজাউল হাসনাত, পাকুন্দিয়ার প্রতিনিধি সদস্য রাজিন সালেহ, মিঠাইমন উপজেলার প্রতিনিধি সদস্য এনামুল হক মুরাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available