• ঢাকা
  • |
  • সোমবার ৭ই মাঘ ১৪৩১ রাত ১০:০১:৩৩ (20-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৭ই মাঘ ১৪৩১ রাত ১০:০১:৩৩ (20-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

২০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫৮:২৯

নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে মান্নান নামের একজন নিহত হয়েছেন। উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি রোববার রাত ১টার দিকে মান্নানসহ কয়েকজন রামসাকাজি এলাকায় থাকা কয়েকটি পুকুর পাড়ে যান। পুকুরগুলোর পাহারাদার চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এসময় সবাই পালিয়ে গেলেও পাশের এলাকায় মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ সোহরাব আলী সম্রাট বলেন, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে রয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মেহেরপুরে ফেনসিডিলসহ ২ যুবক আটক
২০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:০০


নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
২০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২৬:৫১



মেহেরপুরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
২০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৫১