সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
১৯ জানুয়ারি রোববার রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে ঢাকা-চট্রগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত একটি ইজিবাইক একজন যাত্রীসহ হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ইজিবাইকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available