• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ দুপুর ০১:৩৯:৪৫ (21-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ দুপুর ০১:৩৯:৪৫ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে আগ্রহ বাড়ছে

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৫২:৪১

কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে আগ্রহ বাড়ছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা এলাকায় ৫০ একর জমিতে কৃষি পুনর্বাসন খাতে ২৪-২৫ অর্থবছরের প্রকল্পে এর আয়োজন করে উপজেলা কৃষি দফতর৷

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন৷

বক্তব্যে তিনি বলেন, কৃষিতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে কম সময়ে কম খরচে চাষাবাদ করা যায়৷এতে যেমন কৃষক লাভবান হয়, তেমনি একসাথে চাষাবাদ করে ধান কর্তন করতে পারবে৷এ জন্যই সরকার এই সমলয় পদ্ধতি চালু করেছে। পানি দেওয়া থেকে শুরু করে হালচাষ ও বীজতলাসহ সব ধরনের খরচ দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এখন কৃষিতে ঝুঁকছে অনেকে৷এছাড়া সরকার কৃষিকাজে কৃষকের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তাই দিনদিন আগ্রহ বাড়ার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহারও বাড়ছে৷

কৃষি কর্মকর্তা ও উপ-সহকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষকের পাশে থেকে সরকার দেওয়া দায়িত্ব পালন করতে হবে৷ কোন কৃষক যেন সেবা নিতে এসে ঘুরে না যায় সেদিকে লক্ষ্য রেখে নিজ নিজ ব্লকে থেকে কাজ করতে হবে৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক ডক্টর সাফায়েত আহম্মদ সিদ্দিকী, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা খান প্রমুখ৷  

অনুষ্ঠানে কৃষকদের সাথে আলোচনা সভা শেষে মাঠে গিয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা৷পরে ঘুরে ঘুরে মাঠ পরিদর্শন করে দেখেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন, জুলহাস মিয়া, মিজানুর রহমান, গৌতম, অমিত হোসেন অন্তু, জিল্লুর রহমান, দেবদাসসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শত্রুদের পরাজিত করাই মূল লক্ষ্য: ট্রাম্প
২১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৬:০৩