আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ৪ জন সহকারী শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এসময় আরও ৪ জন সহকারী শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
জানা যায়, ৭ মে রোববার আমতলীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা চলাকালিন সময়ে দায়িত্বে অবহেলা এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে ৪ জন শিক্ষককে বহিষ্কার এবং অপর ৪ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।
বহিষ্কার ৪ শিক্ষক হলেন- মোহাম্মাদ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, আমতলী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আফরোজা আখতার, গুলিশাখালি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ খায়রুজ্জামান এবং পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হুমায়ন কবির ।
অপর ৪ জন সহকারী শিক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এরা হলেন- উত্তর টেপুরা এলাহিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন, রহমাতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসার সহঃ সুপার মোঃ আঃ কারিম এবং মোহাম্মাদ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, পরীক্ষা চলাকালিন সময়ে দায়িত্ব অবহেলা, পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতা, দায়িত্ব পালন না করে চুপচাপ দাঁড়িয়ে থাকার অভিযোগে ৪ জনকে বহিষ্কার ও অপর ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available