কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে টোল আদায় বন্ধের দাবিতে যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫০০ অধিক সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার খোলামোড়া লঞ্চঘাটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে টোল প্রদান করতে বাধ্য হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। টোলের কারণে নৌকা ও লঞ্চ যাত্রা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন, যা সময় ও অর্থের অপচয় বাড়াচ্ছে।
বক্তারা বলেন, আমরা হাতে একটি ছোট ব্যাগ নিয়ে এলেও টোল দিতে হয়। কখনো টাকা কম থাকলে টোল কর্মীরা আমাদের লাঞ্ছিত করে এবং অপমানজনক আচরণ করে। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই। টোলের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া অমানবিক। তারা প্রশাসনের প্রতি দ্রুত টোল বাতিলের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের আয়োজন করা হবে। এ টোল সাধারণ মানুষের জীবনযাত্রায় অযথা চাপ সৃষ্টি করছে। আমরা অবিলম্বে টোলমুক্ত ঘোষণা দাবি করছি। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available