• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৫০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ বিকাল ০৪:৫৭:৫০ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে টিউশনি করাতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু

২১ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩২:৩৪

নরসিংদীতে টিউশনি করাতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ খান নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদীর বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ছাত্র-ছাত্রীদের টিউশনি করাতেন।

নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে নাশতা শেষে বাদুয়ারচর এলাকার একটি বাসায় টিউশনি করতে যাচ্ছিলেন হামিদ খান। ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকায় অসতর্কভাবে রেললাইনে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই ট্রেনেই তাঁর মাথা কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এম বি এম জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই বিষয়ে পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পয়োনিষ্কাশন ব্যবস্থার দাবিতে আলোচনা সভা
২১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০৫:২০

চার অতিরিক্ত ডিআইজিসহ ১৬ পুলিশ সুপারকে বদলি
২১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৮:২৬