হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হিলিতে ব্রি-৯২ জাতের ধানসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
৭ মে রোববার বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভার ছাতনী এলাকায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন- হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামীম আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জাফর ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ আরও অনেকে।
মাঠ দিবসে চলতি বোরো মৌসুমে ব্রি-৯২ জাতের ধান চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় অন্য কৃষকদের একেই জাতের ধান চাষে পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ব্রিধান ৭৪ সহ অন্যান্য হাইব্রিড জাতের ধান এবং আসন্ন আমন মৌসুমে কোন জাতের ধান চাষাবাদ করা ভালো হবে সে সম্পর্কে নির্দেশনা দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available