• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫২:৩৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫২:৩৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০১:১০

সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগীর টাকা ভর্তি একটি ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

২০ জানুয়ারি সোমবার রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিজমিজি দক্ষিণপড়াস্থ আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের সঙ্গে ভুক্তভোগী জামানের বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকান রয়েছে। সে প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও তার দোকানটি বন্ধকালীন হঠাৎ এক ছিনতাইকারী দোকানের সামনে এসে তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী জামান জানান, রাত ১১টার সময়ে আমি দোকান বন্ধ করে তালা লাগানোর সময় আমাকে পেছন দিক থেকে আঘাত করে আমার হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় এক ছিনতাইকারী। পরে আমি তাকে ধরার জন্যে প্রায় আধা কিলোমিটার রাস্তায় দৌড়েও তাকে ধরতে পারিনি। এরপর পুলিশকে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

এই ঘটনায় ভুক্তভোগী জামান সিদ্ধিরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি। ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রাকিং করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৯