• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫৫:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫৫:৫০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৫৯

রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালের প্রবাহ ফেরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর পৌরসভার রাজগঞ্জ ব্রিজ-পাকারমাথা খালটি দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবাহ ফেরানোর জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও শরীয়তপুর পৌরসভার যৌথ উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেছে। খননের সময় ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা।

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রবাহ ফেরানোর কাজ শুরু হয়। এর আগে এ ধরনের উদ্যোগ কেউ নেয়নি বলে জানান স্থানীয়রা। খাল খনন কার্যক্রমে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে, যা ১০ দিন ধরে চলবে।

শরীয়তপুর পৌরসভা সূত্র জানায়, রাজগঞ্জ ব্রিজ থেকে পাকারমাথা ব্রিজ পর্যন্ত খালটি ২ কিলোমিটার বয়ে গেছে। এই খাল দিয়ে পৌর শহরের পানি নেমে যেত। কিন্তু পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় ময়লা-আবর্জনা আটকে মশা-মাছির উৎপাত ও নানা প্রকার রোগ জীবাণুসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছে পৌরবাসী।

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ কেন্দ্র করে জেলা-উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও শরীয়তপুর পৌরসভার সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছি। এসব কার্যক্রমের একটি হচ্ছে খালের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা, অবাধ পানির গতি সুনিশ্চিত করা। খালের সঙ্গে কৃষিসহ মানুষের জীবন জীবিকার নিবিড় সম্পর্ক রয়েছে। সেটা মাথায় রেখে আমরা স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে প্রবাহ ফেরানোর উদ্যোগ শুরু করেছি। এ বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহতভাবে কাজ করে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৯