স্টাফ রিপোর্টার, সিলেট: ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
২১ জানুয়ারি মঙ্গলবার সকল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা ১৫ হাজারের উপরে হলেও, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ৯ হাজার টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারক দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে আজ আন্দোলনে নেমেছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available