পঞ্চগড় প্রতিনিধি: নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ের তরুণ-তরুণীরা মেতেছে তারুণ্যের উৎসবে। মাসব্যাপী তারুণ্যের উৎসবে হাজার হাজার তরুণ-তরুণীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে পঞ্চগড়ের সুধী সমাজ।
২১ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে মাসব্যাপী তারুণ্যের উৎসবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
চক্ষু শিবির পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন বাঁধন এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ডায়বেটিস ও পেশার মাপা সহ বিনামূল্যে প্রাথমিক ওষুধপত্রও দেয়া হয়েছে।
চক্ষুশিবিরে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিচ্ছে গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী তারুণ্য উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামূল্যে চক্ষু শিবির। চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। সকালে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বায়ক ফজলে রাব্বি, স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বায়ক আহসান হাবিব প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available