নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে জোরপূর্বক জমি দখল ও মারধরের করার অভিযোগ করেছেন রেনু বেগম নামের এক ভুক্তভোগী নারী।
২২ জানুয়ারি বুধবার সকালে উপজেলার পেরিয়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর মৃত. আব্দুল গনির ছেলে আব্দুল লতিফ ও তার ছেলে মোহাম্মদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ভুক্তভোগী রেনু বেগম বলেন, সাড়ে ২৫ শতক জায়গায় ৩৫ বছর আমাদের দখলে, আমরা চাষাবাদ করে আসছি। যা আমার শ্বশুর মৃত. আব্দুল গনি আমাদেরকে ১৯৯০ সালে দলিল করে দেন। আমি প্রকৃত জমির মালিক। আমার ভাশুর আব্দুল লতিফ ও তার ছেলে মোহাম্মদ জোরপূর্বক এ জমি দখল করার পাঁয়তারা করছেন।
আমি গতকাল জমিতে গেলে আমাকে মারধর করে। এ সময় আমাকে খুন, গুম ও হত্যার হুমকি দেয় আব্দুল লতিফ ও তার ছেলে। এ মর্মে আমি নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করি। আমি স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত, আব্দুল লতিফ বলেন, আমাদের কাছেও এ জায়গায় কাগজপত্র রয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী এসআই আল আমিন বলেন, উভয় পক্ষকে তাদের কাগজপত্র নিয়ে থানার আসতে বলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available