চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকা থেকে অপহৃত রোকুনুজ্জামান খান (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
২২ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড় এলাকায় একটি ৭তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্লাটের দরজার তালা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার রোকুনুজ্জামান খান ঢাকার মগবাজার দিলু রোডের নুরুদ্দিন খানের ছেলে।
উদ্ধারের বিষয়টি সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রইস উদ্দিন নিশ্চিত করেছেন।
রোকুনুজ্জামান খান জানান, গত ১৯ জানুয়ারি রাতে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আব্দুর রাকিব নামে চাঁপাইনবাবগঞ্জের নয়া গলা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সুপার ৭-৮ লোকজন নিয়ে অস্ত্রের মুখে তাকে জোর পূর্বক একটি এ্যাম্বুলেন্সে তুলে নেই। পর তাকে নাকে চেতনানাশক রুমাল ধরলে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দুপুরের দিকে জ্ঞান ফিরলে একটি রুমে হাত পা বাধা অবস্থায় তিনি নিজেকে দেখতে পান।
তিনি আরও বলেন, গত ৩দিন ধরে তাকে রুমের মধ্যে আটকে তাকে মারধর করা হয়।বুধবার সকালে অপহরণকারীরা তাকে ওই ভবনের দরজায় তালা মেরে বাইরে গেলে তিনি জানালা খুলে পার্শ্ববর্তী ভবনের লোকজনকে জানিয়ে সহায়তা চান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available