• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ সকাল ১১:৪৮:১১ (23-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ সকাল ১১:৪৮:১১ (23-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কটিয়াদীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্র সমাজের মানববন্ধন

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪০:২৯

কটিয়াদীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ছাত্র সমাজের মানববন্ধন

রফিকুল ইসলাম আরমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-জনতা ও স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং ছিনতাই বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা এ কর্মসূচি পালন করে।

২২ জানুয়ারি বুধবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম রমজান, জাতীয় নাগরিক কমিটির সদস্য মতিউর রহমান, সমাজকর্মী আমিনুল ইসলাম শাহিন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন রিপন, ডা. শামিম ভূঞা, স্বেচ্ছাসেবী রায়হানুল ইসলাম রানা, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমান, এনায়েত উল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা কাওসার হোসাইন ও খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতী তাফাজ্জল হক রাশিদী।

বক্তারা বলেন, কটিয়াদীতে চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের উৎপাত এবং ছিনতাই বেড়ে চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বক্তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে। আমরা চাই, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে কটিয়াদী থানার একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। যেকোনো অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে।

স্থানীয়রা মনে করেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে অপরাধ প্রবণতা কমে আসবে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। পাশাপাশি তারা নিয়মিত পুলিশ টহল ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুষ্টিয়ায় ফেন্সিডিলসহ একজন আটক
২৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২৭:৪২