• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১১:৫৫:৩৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ সকাল ১১:৫৫:৩৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধ ব্যবসায়ীর দখলে মানিকগঞ্জের রাস্তা-ফুটপাত

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১৬:২২

অবৈধ ব্যবসায়ীর দখলে মানিকগঞ্জের রাস্তা-ফুটপাত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের প্রধান সড়কসহ পাড়া-মহল্লার সড়কগুলি বৈধ-অবৈধ ব্যবসায়ীর দখলে থাকায় চরম ভোগান্তিতে পথচারী ও যানবাহনে চলাচলকারীরা।

ঢাকা-আরিচা মহাসড়ক হতে মানিকগঞ্জ শহরের প্রবেশপথ শহীদ স্বরণীর দুইদিকেই বহুতল মার্কেট। মার্কেটের সামনে ফুটপাত থাকলেও পথচারীরা ব্যবহার করতে পারেন না। ফুটপাত জুড়েই হোটেল, বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান আর রাস্তার অর্ধেক জুড়ে ভ্রাম্যমাণ ভ্যানব্যবসায়ীদের দখলে।

এছাড়া বৈধ-অবৈধ রিকশা, ভ্যান, হ্যালোবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যনবাহনের রাজত্ব স্থায়ী রূপ নিয়েছে। এই অবস্থার মধ্যেই পথচারীরা খুব কষ্টে রাস্তা পার হন। এসব কারণে যানবাহণগুলির চলতে হয় ধীরগতিতে। ফলে এসব রাস্তায় জ্যাম লেগে থাকা এখন প্রায় স্বাভাবিক ঘটনা। একই অবস্থা শহীদ রফিক সড়কেও।

সরেজমিনে দেখা যায়- একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত দখল করছে আর অন্যদিকে স্থায়ী ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছেন। দেখার যেন কেউ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, রাস্তার দুইদিকে বহুতল মার্কেট। কোনও মার্কেটে গাড়ি পার্কিং নেই। কেউ কেউ মার্কেটে পার্কিং রাখলেও পরে দোকান বানিয়ে ভাড়া দিচ্ছেন বছরের পর বছর।

শহর বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজা বলেন, পৌর কর্তৃপক্ষ কোন নিয়মনীতির তোয়াক্কা করেন না। বেশির ভাগ ভবনেই পার্কিং নেই। দুই একজন পার্কিং করলেও তা আবার দোকান বানিয়ে ফেলেন। এ কারণে রাস্তায় লোকজন যানবাহন রেখে মার্কেটে যান ফলে যানজট লেগে দুর্বিষহ হয়ে উঠে সাধারণ লোকজনের জীবণ। এ থেকে মানিকগঞ্জবাসী মুক্তি চায়।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা ইয়াছমিন খাতুন বলেন, আমি অল্প কিছুদিন হলো মানিকগঞ্জে যোগদান করেছি। শহরে যানজটের বিষয়টি আমার নজরে এসেছে। যানজট নিরসনে শহরে একদিকে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। দ্রুত এ বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২