মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান জানান, রাত ১১টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেফতার করা হয়।
আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্ট মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর তাঁর অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। ধানমন্ডি এলাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আব্দুর রাজ্জাক রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available