• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:১০:০০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:১০:০০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে স্থাপনা নির্মাণে বাধা, হামলায় নারীসহ আহত ৪

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৪৯:১০

লক্ষ্মীপুরে স্থাপনা নির্মাণে বাধা, হামলায় নারীসহ আহত ৪

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কুশাখালীতে স্থাপনা নির্মাণ করতে গিয়ে স্থানীয় বিএনপি সমর্থিতদের হামলায় খালেক মাস্টারসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এসময় তাঁর স্ত্রী সালমা খালেক, তাদের মেয়ে প্রিয়া ও উর্মিকে শারীরিক নির্যাতন করে ওই বখাটেরা।

পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।  

অভিযুক্ত আবদুর রহমান, তার ছেলে শাহ আলম, নুর আলম, দিদার ও খোরশেদ একই এলাকার বাসিন্দা। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থক বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী পরিবারটি জানায়, খালেক মাস্টারের ক্রয়কৃত ও দখলীয় জমিতে স্থাপনা উন্নয়নের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি সমর্থক আবদুর রহমান ও তার সন্তানরা এতে বাধা দেয়। পরে কুশাখালী ইউনিয়ন বিএনপি সেক্রেটারি ও শান্তিরহাট বাজার কমিটির সভাপতি হাজী আবুল কাশেম বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এসময় ভুক্তভোগী পরিবারের কাছে অর্ধ লক্ষাধিক টাকা অভিযুক্ত আবদুর রহমান দাবি করেন।

তবে অভিযুক্ত কারো কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হাজী আবুল কাশেম মুঠোফোনে জানান, হামলার বিষয়ে পরে জানানো হবে।

কুশাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজ আহমেদ বলেন, উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ দায়ের ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরনো কোনো বিষয় নিয়ে এ ধরনের হামলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লক্ষ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৩৬:০৫


সাঘাটায় ফ্রিল্যান্সার সামিট অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:০৫:৩২