ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা-কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ অবৈধভাবে অনুপ্রবেশ করে গাছ ও ফসল কেটে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তের কালিগঞ্জ ত্রিমোহনী বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনসাধারণ। মানববন্ধনে বক্তারা ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সারাদেশের সকল সীমান্তবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, গত ৬-৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এসময় দফায় দফায় বিজিবি ও স্থানীয়দের বাধায় বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
এই ঘটনার জেরেই ১৮ জানুয়ারি ভারতীয় নাগরিক ও বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করে আমগাছ ও বিভিন্ন ফসল কেটে নষ্ট করে। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সীমান্তের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available