ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনাকরে ৯ জন জুয়াড়ি ও মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ২ জনসহ মোট ১১ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের ২২ জানুয়ারি বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ৯ জুয়াড়ি হলেন- উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মৃত মছদ্দর মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), মৃত আফিজ উদ্দিনের ছেলে আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের মৃত ইসকার উল্লাহর ছেলে শাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তইফ উল্লাহর ছেলে আহাদ মিয়া (৫৪), মৃত কাছাই মিয়ার ছেলে সাইদ মিয়া (৪০), মৃত সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৬), মৃত কনাই মিয়ার ছেলে ছয়দুল ইসলাম (৪০) ও মৃত মোছাদ্দর আলীর ছেলে আলী আহমদ (৩০)।
মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলেন- জগন্নাথপুর পৌর-সভার হবিবপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত দিলদার মিয়া ওরফে ওয়াব উল্লার ছেলে আবুল কাশেম (৪০) ও উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর রৌডর গ্রামের মৃত সুরুক মিয়ার ছেলে মিছবা আহমদ (২৮)।
থানা-পুলিশ মারফতে জানা গেছে, ২১ জানুয়ারি মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানের (পিপিএম) দিক-নির্দেশনায় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মো. রুহুল আমীনের নেতৃত্বে ও সাব-ইন্সপেক্টার সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার লুৎফর রহমান, সাব-ইন্সপেক্টার শাহ আলম, সাব-ইন্সপেক্টার ইসমাইল মিয়ার সমন্বয়ে পুলিশদল রাতভর উপজেলার নানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এ সময় নগদ ১৪ হাজার ২৪৫ টাকা, ১০৪ পিস তাসসহ জুয়া খেলার নানা সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতার ১১ আসামিকে ২২ জানুয়ারি বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মো. রুহুল আমীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available