পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী পলাশের ঘোড়াশালে ঐতিহ্যবাহী সাদ্দাম বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশালের বিআইডবিউটিএ এর অফিসের সামনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ জানায়।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন। শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে উঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডবিউটিএ।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, কয়েকদিন পরপর রেলওয়ে ও বিআইডবিউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে শতাধিক ব্যবসায়ীর আয়ের পথ বন্ধ না করে তাদের পুনর্বাসন ব্যবস্থা নিন। তারপর অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোড়াশাল সাদ্দাম বাজার সমিতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক নির্মল বাবু, ব্যবসায়ী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা শাহিন বিন ইউসুফ, লোকমান হোসের, জয়নাল আবেদীন ও ইসলামি শাসনতন্ত্রের নেতা ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available