ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন "আলোর দিশারী শাহনগর" টি-টেন গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
২২ জানুয়ারি বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্পোর্টস গ্রাউন্ডে উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলায় নানা গাজী মুহুরী বাড়ী একতা সংঘ ফরহাদাবাদ ক্রিকেট একাদশকে ৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে.বি.এম ইসমাইল চৌধুরী।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাফসিরের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারীর সভাপতি সাগর হোসাইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি মোক্তার হোসেন।
এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মাহবুবুল আলম, প্রধান আলোচক এম নাসির সিকদার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দিন, ব্যাংকার রাশেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে প্রাইস মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available