• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১০:৪৩:২৬ (23-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১০:৪৩:২৬ (23-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপির ইফতার অনুষ্ঠানে হামলার মামলায় আ.লীগ নেতা কারাগারে

২৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩৮:১৫

বিএনপির ইফতার অনুষ্ঠানে হামলার মামলায় আ.লীগ নেতা কারাগারে

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দীনকে (৫৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২২ জানুয়ারি বুধবার বিকেলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দাস।

হেলাল উদ্দীনের ছোট ভাই অ্যাডভোকেট সোহাগ উদ্দীন জানান, ওই মামলায় হেলাল উদ্দীন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার তার শুনানির দিন ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। গত ২৬ আগস্ট রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মতিউর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও সাবেক মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯ জনের নামে ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল সাড়ে ৫টার সময় অনুষ্ঠানে যাওয়ার পথে বদরপুর এলাকায় পৌঁছালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন ও তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবীর গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগের ৪০-৫০ জন যুবক।

মামলা সূত্রে আরও জানা যায়, অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ছাড়া অতর্কিত হামলা চালিয়ে ২৭ জনকে আহত করা হয়। ঘটনার পর কচুয়া থানায় অভিযোগ করতে গেলে মামলা নেওয়া হয়নি। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যায়বিচার পাওয়ার আশায় এ মামলা দায়ের করেন। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
২৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩০:৫৫



কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫