লালমনিরহাট প্রতিনিধি: আদালতের নির্দেশ অনুযায়ী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের সম্পদ ক্রোক করা হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসকের একটি টিম সুমন খানের কয়েকটি ভবন বুঝে নিয়ে সেখানে সরকারি ব্যানার ঝুলিয়ে দেয়।
এর আগে, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে তিস্তার টোল প্লাজা এলাকা থেকে পুলিশের একটি টিম সুমন খানকে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার জানান, আদালতের নির্দেশে বর্তমান বাড়ি, নির্মাণাধীন বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভবনগুলো বুঝে নিয়েছি এবং সরকারি মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছি। একজন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশিত একটি কমিটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক মামলা রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী সম্পদগুলো ক্রোক করা হয়। তবে, এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সুমন খানের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available