• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

৮ মে ২০২৩ বিকাল ০৪:০৯:৩২

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ৮ মে সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে রেড ক্রিসেন্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের অডিটরিয়ামে এসে শেষ হয়, পরে সবাই এক আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা পরিষদ সদস্য মংক্যাচিং চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ,খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যসহ সংশ্লিষ্ট সবাই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণ স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে শান্তি ও মানবতার কল্যানে এগিয়ে আসা হেনরি ডুনান্টকে আজকের দিনে সারাবিশ্ব স্মরণ করছে। আমরা সকল কাজ আন্তরিকভাবে করি, অনুষ্ঠানে এই স্লোগানে একে অন্যের পাশে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।

এ সময় অতিথিরা আরও বলেন, মানবতার শক্তিতে বিশ্বাস করে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানটি ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের  কর্মপরিধির কোন সীমানা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫