কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দক্ষিণ এশিয়ার অন্যতম রপ্তানিমুখী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেডে পিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে কারখানার ৮টি সেকশনের মোট ৪ হাজার ৭৬৪ জন ভোটার অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৯৬৫ জন পুরুষ এবং ২ হাজার ৭৯৯ জন মহিলা।
১৪টি পদের জন্য মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন, সুইং সেকশনের মো. রুবেল, মো. নূর আলম, মো. তাওহিদ হাসান, মোছা. পলি আক্তার। লাস্টিং সেকশনের মো. রাশেদুল ইসলাম, মো. সায়েম হোসেন এবং মো. বাকী বিল্লা।
কাটিং সেকশন থেকে মো. পারভেজ আহমেদ। কম্পনেন্ট সেকশন থেকে মোছা. মুক্তি খাতুন। ডিজাইন ল্যাব সেকশনের মো. নজরুল ইসলাম। স্পোর্টস সু ও স্টক ফিটিং সেকশনের মো. ইকবাল হোসেন, মো. ফয়সাল আহমেদ। মোকাসিন সেকশন থেকে মো. হাফিজুল সরকার। ইনসোল সেকশনের মো. শাকিল হোসেন।
এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট-১ এর নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান কর্মকর্তা মোছা. জলি খাতুন জানান, নির্বাচন সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কালিয়াকৈর থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক (মানব সম্পদ বিভাগ) মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই, আশাকরি তারা শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available