তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই বাংলাদেশে খাদ্য সংকট নেই। বৈশ্বিক সংকটের মূহুর্তেও দেশের খাদ্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছেন। এই সংকটে দ্রব্যমূল্যের দাম কিছুটা বৃদ্ধি পেলেও তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যায়নি।
৭ মে রোববার বীরগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এলএসডি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ (ধান/চাল) এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোরঞ্জন শীল গোপাল বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ হতবাক। বিএনপি-জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে দেশের মানুষকে সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে আরও এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকর্তা আবু রাহিদ, উপজেলা ওসি এলএসডি মো. মামুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো.কামাল হোসেন প্রমূখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available