স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের পুরাতন মেডিকেল সরকারি কোয়ার্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির ও প্রিন্সিপাল জিয়াউর রহমান। বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পিঠা উৎসবে স্বাস্থ্য সেবা পরিবারের সদস্যরা বিভিন্ন পিঠার স্টল নিয়ে অংশগ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার সম্ভার নিয়ে সাজানো স্টলগুলোতে পিঠাপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘এ ধরনের উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি আগামী প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উৎসব আয়োজনে অংশগ্রহণকারীরা পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি সংস্কৃতি রক্ষার বার্তাও ছড়িয়ে দিয়েছেন। পিঠা উৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available