সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কামালের পাড়া ইউনিয়ন বিএনপি।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
পাল্টা সংবাদ সম্মেলন করেছেন- সভাপতি প্রার্থী মেহেদী হাসান, সাধারণ সম্পাদক প্রার্থী মো. মামনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ করির, সাংগঠনিক প্রার্থী মো. দেলোয়ার হোসেন।
তারা লিখিত বক্তব্য বলেন, ২২ জানুয়ারি বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন কামালের পাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজা ও সদস্য সচিব মো. হযরত আলী। ওই সম্মেলনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজন দের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে, যা সত্য নয়। প্রকৃত ঘটনা হলো সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়। আসন্ন ৯নং কামালের পাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত তারিখ ২৬ জানুয়ারি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার তালিকা পরিবর্তন করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলেন, ২০২২ সালে করা ৪১ সদস্য বিশিষ্ট কমিটির স্থলে ৫১ সদস্য করা হয়েছে এবং পূর্বের নামের মধ্য হতে ৩৫ জনের নাম বাদ দেওয়া হয়েছে। আরও ১৫-২০ জন ভোটারের বাবার নাম পরিবর্তন করা হয়েছে। ৪নং ওয়ার্ডের সভাপতি পরিবর্তন করা হয়েছে। ৮নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের সদস্য পদ বাতিল করা হয়েছে। এই সকল কারণে আমরা ৯নং কামালের পাড়া ইউনিয়ন বিএনপি ত্যাগী নেতাকর্মী বারকোনা বাজারে ২২ জানুয়ারি বিকেল ৩টায় সময় মানববন্ধন করা হয়। তারপর থেকে আমাদের নেতা কর্মীর সাথে বিভিন্নভাবে অসৎ আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available