মোহাম্মদ শফিক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ৬ সন্ত্রাসীকে আটক করা করেছে। এসময় ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের ওপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available