• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই মাঘ ১৪৩১ রাত ১১:৪২:৫৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই মাঘ ১৪৩১ রাত ১১:৪২:৫৬ (24-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে প্রথম বারের মতো ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৪ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫৬:১১

শাহরাস্তিতে প্রথম বারের মতো ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে ৬ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।

দীর্ঘ ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন খিলা বাজারের আ. রহিম, দ্বিতীয় হয়েছেন নিজ মেহের গ্রামের মেহেদী হাসান ও তৃতীয় হয়েছেন রাব্বি হোসেন। মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন আফরিদা ও দ্বিতীয় হয়েছেন আফিয়া আইশা বিনতু আয়াছ।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তিতে প্রথম বারের মতো ম্যারাথন প্রতিযোগিতা হওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। ভোর থেকেই সড়কের দুপাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ জোগায়। সকাল ১০টায় অংশ গ্রহণকারী ৬৫ জনকে পুরস্কৃত করা হয়। ম্যারাথন প্রতিযোগিতাটি আকর্ষণীয় করতে সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহাজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫০