কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নির্দেশনায় শতাধিক অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এ শীতের রাতে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) পেয়ে তাদের অনেকটাই শীত থেকে রক্ষা হয়েছে। তাই তারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ শীতবস্ত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে ছিন্নমূল গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available