• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০১:৫৯:২০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০১:৫৯:২০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার

২৪ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২৩:০৫

টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, চক্রের ২ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে টেকনাফে অপহৃত ১৫ জনকে উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

২৪জানুয়ারি শুক্রবার দুপুর ১টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া সাকিনস্থ নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান পরিচালনা করে অপহৃত ১৫ জনকে উদ্ধার ও চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়ার নুরুল কবিরের দুই পুত্র মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। উদ্ধার ১৫ জন উখিয়া-টেকনাফ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়। এসময় পালিয়ে যায় আরও ১০ থেকে ১৫ জন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান পরিচালনা করে ২ জন আসামিকে গ্রেফতার কর হয়। বাকি আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে টেকনাফ থানা পুলিশের অভিযানিক দল অপহরণের শিকার হওয়া ১৫ জন পুরুষ (বাঙালি ৫ জন এবং রোহিঙ্গা ১০) তার মধ্যে ছেলে শিশু ৬ জনকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন।  

কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫০