সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ফের ৫ কোটি ২২ লাখ টাকার গবাদিপশু, পাওয়ার ব্যাটারি ও মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শুক্রবার ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার, ছাতকের লাফার্জ, সিলেটের শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।
ভারতীয় গবাদিপশু (গরু-মহিষ), চিনি, কমলা, চকলেট, ক্লপ জি ক্রিম, কোয়েকার ওটস, আরজে পাওয়ার ব্যাটারি, জিরা, শীতের কম্বল, ফুচকা, কার্টুন ভর্তি মদের বোতল, ভারতের মেঘালয়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানের মালামাল পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৬৫০ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available