নোয়াখালী প্রতিনিধি: সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে বলেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও জালাল উদ্দিন ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মনজুরুল আজিম সুমন (জিএস সুমন)।
২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে শ্যামল বাংলা রিসোর্টে নোয়াখালী সাংবাদিক ফোরামের (এনজেএফ) ১২বছর পূর্তিতে ফ্যামিলি ডে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এনজেএফর সভাপতি জিয়াউল কবির সুমনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন, দেশে ও জনগণের স্বার্থে সাংবাদিকদের কলম আগের চেয়ে ও শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন, মেঘনা ব্যাংকের পরিচালক ও লায়ন মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম লায়ন জাহাঙ্গীর আলম মানিক (সিআইপি), নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুঁইয়া। দৈনিক নোয়াখালীর কথার সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন। বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিটুসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available