• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্বত্য চট্টগ্রামে জিও-এনজিও কলাবরেশন অত্যন্ত জরুরী’

৮ মে ২০২৩ বিকাল ০৪:৫০:১৫

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্বত্য চট্টগ্রামে জিও-এনজিও কলাবরেশন অত্যন্ত জরুরী’

আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অন্যতম সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন, ভূ প্রকৃতিগত এবং নৃতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলে এখনও অনেক এলাকা রয়েছে, যেখানে সরকারী সেবাগুলো সঠিকভাবে পৌঁছানো সম্ভবপর হয়ে উঠে না। পাহাড়ের এসব অঞ্চলের জন্য জিও-এনজিও কলাবরেশন অত্যন্ত জরুরী। যাদের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা সরকারী কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকি।

৮ মে সোমবার দুপুরে রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়েলফেয়ার ফ্যামিলি সদস্যদের দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান বলেন, সামনে সরকারের ভিশন রয়েছে ২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এর অংশ হিসেবে জিও-এনজিও সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় পার্বত্য চট্টগ্রামেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এলক্ষ্যে অত্রাঞ্চলের মানুষজনকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এই ক্ষেত্রে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড পাহাড়ের শিক্ষিত তরুণ-তরুণীদের প্রযুক্তি বিষয়ক দক্ষ করে তুলতে যে উদ্যোগ নিয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষিত এই জনশক্তির মাধ্যমেই আমরা পার্বত্য রাঙামাটিকে একটি স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে ওয়েলফেয়ার ফ্যামিলি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার আল হক সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেসের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক নুর মোহাম্মদ সিদ্দিকী, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, রাঙামাটি সিএইচটি উইমেন ফোরামের (এনজিও) জেনারেল সেক্রেটারি এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা প্রমুখ।

কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান; এই তিন পার্বত্য জেলার ৬৭ টি ইউনিয়ন থেকে ২০৫ জন স্বেচ্ছাসেবক তরুণ-তরুণী অংশ নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০