নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) নামে এক পুলিশ কনস্টেবলসহ দুজকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক কনস্টেবল জেলার রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বাণিজ্য মেলায়। কনস্টেবল ইমরানের বাড়ি চাদঁপুর জেলায়। এক সময় তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।
আটক মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় বেশ কয়েকজন যুবকের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিলেন।
অভিযোগ আছে, তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসায় সহযোগিতা করেন। এ অভিযোগে পুলিশ কনস্টেবল ইমরান ও মাসুম নামের ২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, জনতা ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। অপরজন মাদক ব্যবসায়ী। ইমরান ঘটনাস্থলে কি কারণে গেছে তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছি।
সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। জনগণের দাবি, তিনি ওই এলাকাতে এসে বিভিন্ন অপকর্ম করে থাকেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তাকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে মেহেদী হাসান বলেন, রূপগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available