• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০২:৩৩:৫০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০২:৩৩:৫০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বন্দরে মাদ্রাসা শিক্ষককে অপহরণের পর মুক্তিপণ আদায়, যুবক গ্রেফতার

২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:২২

বন্দরে মাদ্রাসা শিক্ষককে অপহরণের পর মুক্তিপণ আদায়, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা সারুলিয়া মাদ্রাসার শিক্ষককে অপহরণের পর মুক্তিপণ আদায় করে মেয়ে লেলিয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার মামলায় দীর্ঘ দেড় মাস পর অবশেষে পলাতক আসামী রিফাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলা ফরাজিকান্দাস্থ বালিয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাদ হোসেন ওই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

গ্রেফতারকে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার চর-ঘারমোড়াস্থ আজিজ মিয়ার বাড়ি থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে এলাকাবাসী।

অপহৃত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, গত রোববার বিকেলে আমি বন্দর উপজেলার মদনপুর ফুফাত ভাই জুয়েলের সাথে দেখা করে আমার কর্মস্থল ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগর তারতিলুল কোরআন মাদ্রাসা যাওয়ার জন্য সিএনজিতে উঠি। সিএনজি গাড়িটি কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা অপহরণকারীরা আমাকে ২টি ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক চর ঘারমোড়া এলাকার আজিজ মিয়ার বাড়িতে যায়।

পরে আমাকে ৪ ঘণ্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে আমার সাথে থাকা ১টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় আমি জীবন রক্ষার্থে মাদ্রাসার শিক্ষক, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছ থেকে আমার নম্বরসহ অপহরণকারীদের বিভিন্ন নম্বরে বিকাশের মাধ্যমে মুক্তিপণের আরো ৩০ হাজার টাকা দেই। টাকা নেওয়ার পরও কাজী মাসুদ, রিফাদ আমাকে মেয়ে দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করে। পরে আমার চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের হোতা কাজী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫০