• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০২:৩৭:০০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ রাত ০২:৩৭:০০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, প্রতিবাদে মানববন্ধন

২৪ জানুয়ারী ২০২৫ রাত ০৮:০৫:৫১

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি, প্রতিবাদে মানববন্ধন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট থেকে বসুরহাট পর্যন্ত ওয়াপদা খালের ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভাঙ্গণের তীব্রতায় প্রায় দুই কিলোমিটার সড়ক ও বেশ কয়েকটি বসতঘর খালে বিলীন হয়ে গেছে। অনেকের শেষ স্মৃতি কবরটিও ধসে পড়েছে খালে। টেকসই বাঁধ নির্মাণ ও একটি ব্রিজের দাবিতে ২৪ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায় করে পশ্চিম দিঘলী পাটোয়ারী বাড়ির সামনে খাল পাড়ে স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

এসময় দিঘলী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা কাউছার আলম ফারুক, সদর উপজেলা বিএনপি নেতা ফারুক ইসলাম খাঁন, দিঘলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ওমান প্রবাসী বিএনপি নেতা আবদুল বারেক মানিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতার কারণে ওয়াপদা খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভাঙ্গণের তীব্রতায় অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। দীর্ঘদিন বেড়িবাঁধ সংস্কার না করায় বাঁধ ভেঙে খালে নিমজ্জিত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সহজ যোগাযোগ মাধ্যম।

এতে করে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা, গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। খালের দুই পাড়ের বাসিন্দাদের একমাত্র যোগাযোগের মাধ্যম ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। খালের দুই পাড়ে বেশ কয়েকটি চর জেগে ওঠায় নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হচ্ছে। এসময় দুই কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বেড়ি বাঁধ সংস্কার ও ধসে যাওয়া সাঁকোর জায়গায় একটি ব্রিজ দ্রুত নির্মাণের দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে দোয়ার আয়োজন করেন স্থানীয় কৃষকদল নেতা আব্বাছ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৫০