নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় একই পরিবারের বাবা-ছেলে ও মেয়েকে পিটিয়ে জখম করেছে মাদক কারবারিরা। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আহত খাজা আব্দুর রশিদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেলসহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে।
এ ঘটনায় আহত জনি বাদী হয়ে মাঈনুল, পারভেজ ও মিলন হোসেনসহ ৬ জনকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের কানার বাড়ির ভাড়াটিয়া মিলন হোসেনের ছেলে মাঈনুল লাঙ্গলবন্দ নগর এলাকায় খাজা আব্দুর রশিদের বাড়ির সামনে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সকালে মঈনুলকে ইয়াবা বিক্রি করতে বাধা দেয় খাজা রশিদ।
পরে মঈনুল তার ভাই পারভেজ ও মিলন হোসেন সহ ১০/১২ জন মিলে খাজা রশিদের বসত বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা খাজা রশিদকে মারধর শুরু করলে বাবাকে বাঁচাতে তার মেয়ে রুজিনা (৩৫) এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা বসত ঘরে অনধিকারে প্রবেশ করে ঘরের আলমারির ড্রয়ার খুলে রক্ষিত নগদ পাঁচ লক্ষ টাকা, ১ জোড়া স্বর্ণের জিনিস ও FZ VX4 একটি মোটরসাইকেল ভাঙচুরসহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় মাদক কারবারি সিন্ডিকেট। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available