ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ইব্রাহীমকে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির স্থানীয় সংগঠক ও সাধারণ শিক্ষার্থীরা।
২৪ জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটায় ঈশ্বরদী থানার ফটকের সামনে তারা এ মানববন্ধন করেন। আহত ইব্রাহিম শহরের পূর্ব টেংরী এলাকার আব্দুস সালাম ডাবলুর ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
হামলাকারীরা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন (২২) ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন (২৩) ও তাদের সহযোগী আরও কয়েকজন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা সমন্বয়ক শাওন বলেন, সমন্বয়ক ইব্রাহীমকে আঘাতকারী ছাত্রলীগের ঐ সন্ত্রাসী যদি না ধরা পরে তাহলে আমরা আগামীতে থানা ঘেরাও কর্মসূচি দেবো এবং তা অব্যাহত থাকবে।
সমন্বয়ক মুহীম বলেন, দেশ সংস্কার করার আগে এ দেশের প্রশাসন সংস্কার করা জরুরি। কেননা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে এ দেশ থেকে বিতাড়িত করতে হলে সবার আগে পুলিশকে কাজ করতে হবে। এ দেশ থেকে ছাত্রলীগকে নিশ্চিহ্ন করে ফেলা হবে।
তানজিদুর রহমান দিহান বলেন, ঈশ্বরদীতে সমন্বয়কদের উপর এই সন্ত্রাসীরা আঘাত হেনেছে। কিন্তু পুলিশ দৃশ্যমান কোনো কিছুই করতে পারেনি। বরং তারা চুপচাপ বসে রয়েছে। কারণ তারা ঐ বাহিনীর সাথে আঁতাত করেছে। তবে এবার আর আমরা বসে থাকব না।
সিয়াম পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা আমাদের হাতে অস্ত্র তুলেনিতে বাধ্য করবেন না। আমরা ছাত্র আমাদের হাতে বই খাতার বাইরে অস্ত্র তুলে দিতে চাইলে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব। প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হবে। কেননা ছাত্রলীগের পরিকল্পনা আছে সমন্বয়কদের এ দেশ থেকে বিলুপ্ত করা। তাই তারা ধারাবাহিক ভাবে আমাদের উপর আক্রমণ করে যাচ্ছে। আর আপনারা চুপ থাকছেন।
বক্তব্য শেষে শনিবার সকাল ১১টায় পরের দিনের সমাবেশের ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন।
এর আগে, গত বছরের ২১ ডিসেম্বর দুপুরে ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে ৭-৮ জন বৈষম্য আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর জাহান দিহানকে হত্যার চেষ্টা স্বরূপ পিটিয়ে আহত করে।
আহত ইব্রাহিম জানান, ঘটনার সময় তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এসময় শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তার উপর হামলা করেন। সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করেন। এ সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করেন। কিন্তু দোকানদার অস্ত্রধারী শাকিলকে বাধাগ্রস্ত করেন। পরে ইব্রাহিমকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমকে পিটিয়ে আহত করেছেন। তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহিদ জানান, হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available