বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারি বিকেলে উপজেলার পৌরসদর বাঁশমহল এলাকায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, সাবেক জিএস মীর জলিল, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মঞ্জু'র ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক জসীম মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট কাজী মঞ্জুরুল হক রোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল মাহমুদ, মুহাম্মদ ওয়াসিমুল হক, ছাত্রদল নেতা লোকমান হোসেন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হলে দলের ঐক্যকে ধরে রাখতে হবে। রাজপথের লড়াকু কর্মীদের হাতে এবং জনগণের প্রত্যাশার ভিত্তিতে দলের নেতৃত্ব কায়েম নিশ্চিত করতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, আওয়ামী দালাল ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অন্যতম হোতাদের দিয়ে বাজিতপুর উপজেলা বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে একটি শ্রেণি। দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে কাউন্সিলের নামে কোনো প্রহসনের নাটক মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারী প্রদান করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এসময় জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলমের দাবি, অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের জনসমুদ্র প্রমাণ করে বর্তমান আহ্বায়ক কমিটিকে লাল কার্ড প্রদর্শন করেছে তৃণমূলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন।
তাদের দাবি বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবু সুব্রত পাল, বাজিতপুর ও নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ নেতা রেজাউল হক কাজল ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার খ্যাত, নারায়ণগঞ্জের শামীম ওসমানের ঘনিষ্ঠ মোকাররম সর্দারের পক্ষে নির্বাচনে কাজ করতে সাধারণ নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন বর্তমান আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও তার অনুসারীরা।
জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ শেখ মুজিবুর রহমান ইকবালকে আহ্বায়ক ও মনিরুজ্জামান মনিরকে ১ নং যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এর পর উপজেলা বিএনপির আর কোনো কমিটি গঠন করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available