• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪১:০৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ বিকাল ০৪:৪১:০৪ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের খোয়া যাওয়া ক্যাবলসহ ২ চোর আটক

২৫ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৭:০৬

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের খোয়া যাওয়া ক্যাবলসহ ২ চোর আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত রাশিয়ান মালিকানাধীন সাব-ঠিকাদারি ফ্যাসিনেট বাংলাদেশ কোম্পানির চুরি হওয়া লোহার মূল্যবান তার ও অন্যান্য মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

২৪ জানুয়ারি শুক্রবার সকালে কোম্পানিটির পক্ষ থেকে মামলা দায়েরের পর দুপুরে তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

আটকরা হলেন, উপজেলার চররূপপুর গ্রামের মৃত আবু সরদারের ছেলে মো. মজনু সর্দার (৪৫) ও মো. মন্টু সর্দার (৪০)।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নয়ন কুমার সাহা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চর রূপপুর গ্রামের তরিকুল ইসলামের ইট ভাটার পাশে পদ্মা নদীর চরে থেকে প্রকল্পের চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেন।

উদ্ধার করা মালামালের মধ্যে পারমাণবিক চুল্লির ভবন ও কুলিং টাওয়ারে টানা দেওয়ার লোহার তৈরি বিশেষ ক্যাবলের ৯ টি পুরাতন স্ট্রেন রোল ও ইস্পাতের বড় সাইজের বড় সাইজের মূল্যবান ধাতবপাত। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রকল্প থেকে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৩:০৬




ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৫:৩৩

শিবপুরে লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৪:৫৮