বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে চলছে আসন্ন সরস্বতী পূজার ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করছেন প্রতিমা। প্রতিমা শিল্পীরা তুলির আঁচড়ে সরস্বতী প্রতিমার মুখ ফুটিয়ে তুলছেন।
ফকিরহাট আট্টাকীর পালপাড়া ঘুরে দেখা যায়, বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। রাতদিন পরিশ্রম করে মাটি দিয়ে দেবীর অবয়ব নির্মাণ করছেন কারিগররা। পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছেন তারা।
প্রতিমা শিল্পীরা জানান, প্রতিমা তৈরিতে দুর দুর্দান্ত থেকে মাটি সংগ্রহ করে দো-আঁশ মাটির করতে হয়। এসব প্রতিমা তৈরীতে তাদের দম ফেলার ফুসরত নেই। সেই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ বাজারে পরিশ্রমের পর প্রতিমা তৈরি করে যে মজুরি পান তা দিয়ে জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়ছে। অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন।
প্রতিমা শিল্পী বিমল পাল বলেন, তিনি গত বছর প্রায় ১০০টি প্রতিমা তৈরীর কাজ করেছিলেন। এবার ছো-বড় ৫০টি প্রতিমা করেছেন। সব কয়টি শেষের পথে। এখন চলছে রং তুলির কাজ। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরির জিনিস পত্রের মূল্য বেশি। কিন্তু সে তুলনায় প্রতিমার দাম পাচ্ছেন না বলে জানান। তিনি এবার ৫শত টাকা থেকে শুরু করে ৩হাজার টাকা মূল্যের প্রতিমা তৈরি করছেন।
প্রতিমা শিল্পী বলাই পাল জানান, তিনি এবছর ২০টি প্রতিমার অগ্রিম বায়না পেয়েছেন। এছাড়া আরো প্রতিমা তৈরি করেছেন যা বিভিন্ন হাটে বিক্রি করবেন। তিনি আরো বলেন, প্রতিমার ন্যায্য মূল্য পাওয়া না গেলেও ধর্মের কাজের জন্য প্রতিমা তৈরি ও বিক্রি করছেন।
জিত পাল জানান, অন্যান্য বছরের তুলনায় এবারও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী প্রতিমার চাহিদা রয়েছে। বাড়ি থেকেই অনেকে প্রতিমা কিনে নিয়ে যাচ্ছে। এছাড়া অনেক বাড়ি, মন্দির ও প্রতিষ্ঠান থেকে প্রতিমা নেওয়ার জন্য বাড়িতে আসছে।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান ও সুরের সরস্বতী দেবীকে বরণে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মন্দির, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ ধর্মীয় রীতি ও আচার মেনে পূজা উদ্যাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভুক্তকুল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available