• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ দুপুর ১২:০৪:৫৯ (27-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ দুপুর ১২:০৪:৫৯ (27-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টেকনাফ স্থলবন্দরে মাথায় লালকাপড় বেঁধে শ্রমিকদের মানববন্ধন

২৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৫:০১

টেকনাফ স্থলবন্দরে মাথায় লালকাপড় বেঁধে শ্রমিকদের মানববন্ধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ এনে মাথায় লাল কাপড় বেঁধে শ্রমিকরা ধর্মঘট ডেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন। ২৬ জানুয়ারি রোববার সকাল থেকে বন্দরের গেটে মানববন্ধন করছেন শ্রমিকরা। তবে মিয়ানমারে পণ্য রফতানির কার্যক্রম চালু রয়েছে।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের একটি অংশ পণ্য খালাস বন্ধ রেখেছে। তবে মিয়ানমারে পণ্য রফতানি কার্যক্রম চলছে। কী কারণে ধর্মঘট ডেকেছে সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।

জানা গেছে, সকাল থেকে বাণিজ্য ঘাটে আমদানিকৃত মালামাল পণ্য খালাস বন্ধ রয়েছে। এ ঘাটে শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে বন্দরের গেটে মাথায় লালকাপড় বেঁধে মানববন্ধন করছেন। এতে পণ্যবাহী বোট ঘাটে নৌঙরে পড়ে আছে।

স্থলবন্দরের শ্রমিক আবুল মনসুর বলেন, আমরা সারা দিন কাজ করে ন্যায্য মজুরি পাচ্ছি না। তাই আমরা কাজ বন্ধ রেখেছি। মূলত মাঝিরা ট্রাকপ্রতি ৭ হাজার টাকা করে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করলেও আমাদের পাচঁ হাজার টাকা করে মজুরি দিচ্ছে। তাছাড়া সরাসরি বোট থেকে পণ্য গুদামে খালাস করলে মজুরি দিচ্ছে না। যা আমরা আগে থেকে আদায় করতাম।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের শ্রমিক নেতা মো. আজগর মাঝিকে ফোনে পাওয়া যায়নি। তবে আরেক মাঝি মো. করিম বলেন, শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখেছেন। কিন্তু ব্যবসায়ীরা মজুরি না বাড়ালে মাঝিরা কিভাবে শোধ করবেন।

টেকনাফ স্থলবন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, শ্রমিকদের ধর্মঘটের কারণে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে। মূলত এটি মাঝি এবং শ্রমিকদের সমস্যা, আমাদের না।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে শ্রমিকদের স্থলবন্দরে কর্মবিরতির খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২২:৪৮


ব্যবসায়ীর করা মামলায় জামিন পেলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৫৯:৪৮


জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২


নবাবগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে জখম
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৬:০০