লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের প্রাণকেন্দ্র গাজী শপিং কমপ্লেক্স এর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।
২৫ জানুয়ারি শনিবার অত্যান্ত আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে একটানা বিকেল ৩টা পর্যন্ত ব্যবসায়ীদের ভোটগ্রহণ চলতে থাকে।
নির্বাচনে ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিন তিনবারের সাবেক সফল সভাপতি রুপসী বাংলার মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এপেক্সের শিপন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়ান গ্যালারি জেন্টস কালেকশানের জসিম উদ্দিন খাঁন।
এছাড়াও কম্পিউটার রিফ্রেশ এর রকি মাহমুদ সহ-সভাপতি, কিডস জোনের মো. জসিম উদ্দিন প্রচার সম্পাদক, কেটওয়ালের সোহেল আহমেদ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসেন।
প্রধান নির্বাচনী সমন্বয়ক ভিপি নজরুল ইসলাম লিটন ও ডা. নুরে আলম মুকুল জানান, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্বাচনের আগের দিন রাতে মার্কেটের সকল ব্যবসায়ীদের সাথে আমরা মতবিনিময় সভা করে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছি।
এবারের নির্বাচনে লড়াই করেছেন সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও প্রচার সম্পাদক ৪ জনসহ মোট ২০ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
গাজী কমপ্লেক্স এর ব্যবসায়ীরা জানান, এবারের নির্বাচন ছিল স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন। অত্যান্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এবারের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শৃংখলার স্বার্থে মার্কেট কমিটির পাশাপাশি সার্বক্ষণিক প্রশাসনিক তৎপরতাও ছিল লক্ষনীয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available